ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপা পুণরুদ্ধারই বাংলাদেশের লক্ষ্য

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
শিরোপা পুণরুদ্ধারই বাংলাদেশের লক্ষ্য ছবি: সংগৃহীত

ঢাকা: মাঝে আর মাত্র একটি দিন। তার পর দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটিতে শুরু হচ্ছে এসএ গেমসের ১২তম আসর।

এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসে অংশ নিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

এসএ গেমসে অংশ নিতে যাবার আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সার্বিক অবস্থা তুলে ধরেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ ও অধিনায়ক।

এসএ গেমসকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বলেন, ‘হার কিংবা ড্র’ নয়, গ্রুপ পর্ব জিতে সেমিফাইনাল ও ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হতেই আমরা এসএ গেমসে যাচ্ছি। গেল সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ আমাদের জাতীয় দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সেই হতাশা ঘোচাতেই আমরা এসএ গেমসে যাচ্ছি। ’

গেল এসএ গেমসের ফাইনালে ঢাকার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশের যুবারা। এবার সেই স্বর্ণ ধরে রাখাও তাদের প্রতিজ্ঞার অংশ হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন এই লাল-সবুজের যুবা অধিনায়ক। ‘এবারের এসএ গেমসে আমদের অন্যতম লক্ষ্য থাকবে গেল আসরের স্বর্ণ পুণরুদ্ধার করা। ’

এবারের এসএ গেমসে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে, ভুটান ও নেপাল। আর গ্রুপ ‘এ’তে আছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
‘বি’ গ্রুপে দুই প্রতিপক্ষের মধ্যে সেরা দল হিসেবে নিজেদের এগিয়ে রাখলেন রেজা। ‘তিন দলের মধ্যে আমরাই সেরা। আমাদের পর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আমি এগিয়ে রাখছি ভুটানকে। ’

গেল আসরগুলোর ধারাবাহিকতায় এবারের আসরেও আছে ভারত, মালদ্বীপ ও নেপালের মত দল। তবে গ্রুপ পর্ব উতরে গেলে এবারর আসরেও বাংলাদেশের স্বর্ণ জয় কেউ আটকে রাখতে পারবেনা বলেও আশ্বাস দিলেন রেজাউল করিম।   

৯ ফেব্রুয়ারি পল্টন বাজারে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এসএ গেমসের মিশন শুরু করবে গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা। একই ভেন্যুতে ১১ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখামুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।