ঢাকা: ৫ ফেব্রুয়ারি থেকে গুয়াহাটি ও শিলংয়ে শুরু হওয়া এসএ গেমসের ১২তম আসরে অংশ নিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে ২৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া প্রধান আহসান আহমেদ অমিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম’কে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ দলের রুট সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যুবারা কলকাতা পৌঁছে সেখান থেকে বিমান যোগে আসাম এবং আসাম থেকে বাসে করে দল গুয়াহাটি পৌঁছাবে। ’
গুয়াহাটিতে পৌঁছে ৯ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটান ও ১১ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এসএ গেমস ফুটবলের সেমিফাইনাল আর ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস