ঢাকা: চারদিন আগেই এফ এ কাপের ম্যাচে ম্যাক ডোন্সকে ৫-১ গোলে উড়িয়ে দেয় চেলসি। কিন্তু, ইংলিশ লিগে এসেই উল্টো চিত্র।
চেলসিকে গোলবঞ্চিত রাখতে অসাধারণ দু’টি সেভ করেন ওয়াটফোর্ডের ব্রাজিলিয়ান গোলরক্ষক গোমেজ। দিয়েগো কস্তা ও ব্রানিস্লাভ ইভানোভিচের দু’টি চমৎকার প্রচেষ্টাই ভেস্তে যায়। অন্যদিকে, স্বাগতিক ওয়াটফোর্ডও কাউন্টার অ্যাটাকে ব্লুজদের ডিফেন্স কাঁপিয়ে দেয়।
বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে চেলসির সঙ্গে সমানতালে লড়ে ওয়াটফোর্ড। কিন্তু, নির্ধারিত সময়ে দ’দলের কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বলা বাহুল্য, আর্সেনালের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে (১-০, ৩১ জানুয়ারি) জয়ের পর আবারো হোঁচট খেল গাস হিডিঙ্কের শিষ্যরা।
এদিকে, পয়েন্ট টেবিলে কিন্তু চেলসির চেয়েও এগিয়ে ওয়াটফোর্ড। ২৪ ম্যাচ শেষে সাত জয়, আট ড্র ও ৯ পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে চেলসি। সমান ম্যাচে ৩৩ পয়েন্টে নবম স্থানে ওয়াটফোর্ড। শীর্ষে থাকা লিচেস্টার সিটির সংগ্রহ ৫০।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএম