ঢাকা: মৌসুমের শুরুর দিকের বাজে ফর্ম কাটিয়ে রীতিমত উড়ছে জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে টানা ১৩টি লিগ ম্যাচে জয়ের রেকর্ড গড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইতালিয়ান লিগের এক মৌসুমে জুভেন্টাসের এটি সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। এ তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। ২০০৬-০৭ মৌসুমে টানা ১৭টি ম্যাচ জিতেছিল ইন্টার। এবার জুভিদের পালা!
অবশ্য, ঘরের মাঠে আত্মঘাতী গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়েন পগবা-দিবালারা। জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরুর ৩০ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়ান জেনোয়া ডিফেন্ডার সেবাস্তিয়ান ডি মাইয়ো। এই এক গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।
ইনজুরি সময়ে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। প্রতিপক্ষের ডিফেন্ডার আরমান্ডো ইজ্জোকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের ইতালিয়ান স্ট্রাইকার সিমোন জাজা।
এদিকে, অন্যান্য ম্যাচের মধ্যে প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মিলান, এসি মিলান ও নাপোলি। চিয়েভোকে ১-০ গোলে ইন্টার, পালের্মোকে ২-০ ব্যবধানে এসি মিলান ও লাজিওকে ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট নাপোলি।
পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচ শেষে ১৬ জয়, তিন ড্র ও চার পরাজয়ে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে জুভেন্টাস। সমান ম্যাচে শীর্ষে থাকা নাপোলির সংগ্রহ ৫৩। ৪৫ পয়েন্টে তিন নম্বরে ফিওরেন্তিনা। চারে ইন্টার মিলান (৪৪), পাঁচে রোমা (৪১) ও ষষ্ঠ স্থানে এসি মিলান (৩৯)।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএম