ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্ষমা চাইলেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ক্ষমা চাইলেন হ্যাজার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক চেলসি কোচ হোসে মরিনহোর কাছে এক বার্তার মাধ্যমে ক্ষমা চাইলেন এডেন হ্যাজার্ড। গত ডিসেম্বরে ব্লুজদের কোচের পদ থেকে বহিষ্কার হওয়ার পেছনে নিজের খারাপ পারফরম্যান্সকে দায়ী করলেন এ বেলজিয়ান মিডফিল্ডার।



ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া চেলসির হয়ে দারুণ সময় পার করেছিলেন হ্যাজার্ড। সেবার লিগের সেরা ফুটবলারের খেতাবও জেতেন তরুণ এ তারকা। তবে চলতি ২০১৫-১৬ মৌসুমে দলের ভরাডুবির সঙ্গে খারাপ সময় কেটেছে হ্যাজার্ডের।

চলমান মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে মাত্র একটি গোল করা হ্যাজার্ড বলেন, ‘আমি মরিনহোকে একটি বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছি। আসলে তার চলে যাওয়ার পেছনে আমার দুর্বল পারফর্মও দায়ী। গত মৌসুমে আমরা দুর্দান্ত সময় পার করেছিলাম। ’

হ্যাজার্ড আরও বলেন, ‘আমি গত মৌসুমে সেরা ফুটবলার হয়েছিলাম। কিন্তু এবার খুবই খারাপ করেছি। যার কারণে দলের বাজে সময় কেটেছে আর মরিনহোকেও চলে যেতে হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।