ঢাকা: গত অক্টোবরের শুরু থেকে অপরাজেয় বার্সেলোনা। কাতালানদের হয়ে সর্বশেষ ২৭ ম্যাচে হারের মুখ দেখেননি মেসি-নেইমার-সুয়ারেজরা।
বার্সা সেরা ফর্মে নেই বলেও নিশ্চিত করেন এনরিক। তার মতে, দলের খেলোয়াড়দের সেরাটা দেওয়া এখনো বাকি। বর্তমান পারফরম্যান্সেই প্রতিপক্ষের কাছে মূর্তিমান আতঙ্ক কাতালানরা। তবুও যে তৃপ্ত নন এনরিক। একেও ছাড়িয়ে গেলে কী হতে পারে তা তো অনুমেয়ই!
এদিকে, রোববার (০৭ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লেভান্তের মুখোমুখি হবে বার্সা। লেভান্তের মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। বলা বাহুল্য, নিজেদের শেষ ১৩ ম্যাচের মধ্যে ১২টিতেই জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারির ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখে এনরিকের শিষ্যরা। লিওনেল মেসির হ্যাটট্রিকের সঙ্গে একাই চারবার বল জালে জড়ান লুইস সুয়ারেজ।
এক সাক্ষাৎতারে এনরিক বলেন, ‘না, আমরা নিজেদের সেরা ফর্মে নেই। গত মৌসুমের শেষ থেকে আমরা বেশ ভালো সময় পার করছি। চলতি মৌসুমেও ভালো পারফরম্যান্স করছি। কিন্তু, তা গত বছরের মতো নয়। মৌসুমের এ সময়টাতে ফলাফল অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ’
লেভান্তে ম্যাচ প্রসঙ্গে এনরিকের ভাষ্য, ‘লেভান্তের মাঠে খেলাটা সহজ হবে না। আমি প্রথমেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। এ ম্যাচে দলের সেরা একাদশকেই মাঠে নামানো হবে। কোনো পরিবর্তন আসবে না। আমরা এমন একটা টিমের মুখোমুখি হচ্ছি যারা বাজে সময় কাটাচ্ছে। কিন্তু তারা উন্নতিও করছে। তাছাড়া আমরা খেলবো তাদের মাঠে। তাই এ ম্যাচটি অবশ্যই কঠিন হবে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএম