ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টেবিল টেনিসের ডাবলস ও মিক্সডে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
টেবিল টেনিসের ডাবলস ও মিক্সডে বাংলাদেশের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: এসএ গেমসে টেবিল টেনিসে পুরুষ দ্বৈতে বাংলাদেশের কাছে হেরে গেছে আফগানিস্তান। আর মিক্সড দ্বৈতেও ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।



তবে, মেয়েদের এককে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের নারী টেবিল টেনিস দল।

রোববার (৭ ফেব্রুয়ারি) ভারতের শিলংয়ে এসএ গেমসের ১২তম আসরে টেবিল টেনিসের পুরুষ দ্বৈতে বাংলাদেশের শ্রী অমল রায় ও রনজম রামের কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে আফগানিস্তানের গফুরি ফিরোজ আহমেদ ও গফুরি ফরিদ আহমেদ।

এদিকে, মিক্সড ডাবলসে প্রথম ম্যাচে বাংলাদেশের রনজন রাম ও আফরানা ইসলাম ইসলাম প্রীতির বিপক্ষে নেপালের ভানদারি কমল ও শরমা গঙ্গা ৪-৬, ৬-৪ ও ১০-৫ গেমে হেরে গেলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার হারশানা আমরিতার কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের অমল রায় ও ইশিতা আফরোজ।

অন্যদিকে, মেয়েদের এককে পাকিস্তানের মনসুর সারাহ’র কাছে ৬-০ ও ৬-০ গেমে হেরেছে বাংলাদেশের সাফিনা। পরের ম্যাচে শ্রীলঙ্কার ওয়াদুজ নিথমির বিপক্ষে ৬-২ ও ৬-২ গেমে হেরেছে বাংলাদেশের আফরিনা ইসলাম প্রীতি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।