ঢাকা: মাহফুজা আক্তার শিলার হাত ধরে এসএ গেমসে আরও একবার স্বর্ণ এলো বাংলাদেশের পদক ঝুলিতে। ফলে, এ নিয়ে তৃতীয় স্বর্ণ পেল বাংলাদেশ।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিতেছেন মাহফুজা। ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশের নারী এ সাঁতারু নিজের দ্বিতীয় স্বর্ণ জেতেন। রেকর্ড গড়েই স্বর্ণ জেতেন তিনি। এর আগে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১৯৯৭ সালে শ্রীলঙ্কান রাহিমা মায়ুমি ৩৪.৯৭ সেকেন্ডে স্বর্ণ জিতেছিলেন।
এর আগে গৌহাটির ড: জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন মাহফুজা। একশ’ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি এ স্বর্ণ অর্জন করেন।
সোমবার এসএ গেমসে আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড বোও আর কম্পাউন্ড মিশ্র থেকে আসে দুটি রুপা। এছাড়া সুস্মিতা বনিক ব্রোঞ্জ জিতেছেন। ছেলেদের কম্পাউন্ড বোয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
এছাড়া, আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড মিশ্রে আনোয়ারুল কাদের এবং সুস্মিতা বণিক রুপা জিতেছেন। এই ইভেন্টে স্বর্ণ গেছে ভারতের থলিতে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর