ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিরলোর চোখে ইউরোপ সেরা ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
পিরলোর চোখে ইউরোপ সেরা ওজিল মেসুত ওজিল ও আন্দ্রে পিরলো/ছবি: সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই ইংলিশ লিগে নিজের স্বপ্নের একাদশ প্রকাশ করেন ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রে পিরলো। এবার আর্সেনাল তারকা মেসুত ওজিলের প্রশংশায় মেতেছেন ৩৬ বছর বয়সী এ মিডফিল্ডার।

সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়ার দক্ষতায় জার্মান মিডফিল্ডারকে ইউরোপের সেরা সৃষ্টিশীল খেলোয়াড় উপাধি দিয়েছেন পিরলো।

গানারদের হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ১৬টি অ্যাসিস্ট করেছেন ওজিল। ইউরোপিয়ান ফুটবলে এখন পর্যন্ত গোলে সহায়তা করার তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন বুরুশিয়া ডর্টমুন্ডের আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক এমখিতারান (১৭টি)।

এক সাক্ষাৎকারে পিরলো বলেন, ‘বর্তমানে ইউরোপের সেরা ক্রিয়েটিভ খেলোয়াড় ওজিল। আক্রমণভাগের খেলোয়াড়দের সে অবিশ্বাস্য সংখ্যক গোলের সুযোগ তৈরি করে দিচ্ছে। তার মতো এমন দর্শন ইউরোপের অন্য কারো মাঝে নেই। ’

প্রসঙ্গত, শুধুমাত্র সতীর্থদের দিয়ে গোল করানোতেই নয়, গোলমুখের সামনে নিখুঁত ফিনিশিং টানতে দক্ষতার পরিচয় দিচ্ছেন ওজিল। সর্বশেষ বোর্নমাউথের বিপক্ষে (০৭ ফেব্রুয়ারি) আর্সেনালের ২-০ ব্যবধানে জয়ের রাতে প্রথম গোলটি আসে ওজিলের পা থেকে।

এর মধ্য দিয়ে দিয়ে নিজেদের গোলখরাও কাটিয়ে ওঠে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বোর্নমাউথ ম্যাচের আগে ইংলিশ লিগে নিজেদের শেষ তিন ম্যাচে যে জালের ঠিকানাই খুঁজে পাননি ওজিল-সানচেজ-জিরুদরা।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএম/

** পিরলোর স্বপ্নের প্রিমিয়ার লিগ একাদশে নেই রুনি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।