ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এফএ কাপে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এফএ কাপে লিভারপুলের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেল লিভারপুল। ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে অল রেডসরা।

নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচের এক্সট্রা টাইমের অন্তিত মুহূর্তে লিভারপুলকে দুঃস্বপ্ন উপহার দেন ওয়েস্ট হাম ডিফেন্ডার অ্যাঞ্জেলো অগবোন্না।

এর মধ্য দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে লিভারপুলকে প্রথমবারের মতো এফএ কাপে হারালো ওয়েস্ট হাম ইউনাইটেড। অ্যানফিল্ডে প্রথম লেগের খেলায় গোলশূন্য ড্র করে অল রেডসরা। তাই ফিরতি পর্বের ম্যাচটি দু’দলের জন্যই ছিল বাঁচা মরার লড়াই।

লন্ডনের বলিন গ্রাউন্ডে প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিক ওয়েস্ট হামকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল অ্যান্তোনি। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেননি ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। বিরতির পর তিন মিনিটের মাথায় ভিজিটরদের ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো।

এরপর নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। খেলা যখন টাইব্রেকারের পথে হাঁটছে তখনই স্বাগতিকদের উল্লাসে ভাসান ইতালিয়ান ডিফেন্ডার অগবোন্না। দুর্দান্ত হেডে বল জালে জড়ান ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। জুভেন্টাস থেকে এ মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর এটিই ছিল ওয়েস্ট হামের হয়ে তার প্রথম গোল।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর একরাশ হতাশা আর লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। অল রেডসদের হারের পেছনে অন্যতম দায়ী ছিলেন ক্রিস্টিয়ান বেনতেকে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ২৫ বছর বয়সী এ বেলজিয়ান স্ট্রাইকার।

পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় সারির দল ব্ল্যাকবার্ন রোভার্সের মুখোমুখি হবে ওয়েস্ট হাম। রোববার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।