ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্ডি নিয়ে বেশ ভালই খেলছেন জামাল

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বার্ডি নিয়ে বেশ ভালই খেলছেন জামাল ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরের শুরুটা বেশ ভালই করেছেন স্বাগতিক গলফার জামাল হোসেন। উদ্বোধনী দ্বিতীয় সেশনে খেলতে নেমে এই পর্যন্ত ৯টি হোল শেষ করেছেন তিনি।

যেখানে রয়েছে তিনটি বার্ডি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কুর্মিটোলায় উদ্বোধনী দিনের দ্বিতীয সেশনে ১০ নম্বর হোল থেকে খেলা শুরু করেন জামাল হোসেন। আর প্রথম পারেই নির্ধারিত শটের চাইতে একটি কম খেলে বার্ডি পান জমাল।

১১ নম্বর হোলেও কম যাননি তিনি, দশ নম্বর হোলের সমান সংখ্যক শট খেলে ব্যাক টু ব্যাক বার্ডি জিতে নেন। পরের দুই হোল সমান সংখ্যক পার খেলে নিজেকে বগির হাত থেকে বাঁচিয়ে রেখে আবার ১৪ নম্বর হোলে বার্ডি পান জামাল।

এরপরের চারটি হোলে অবশ্য কোন বার্ডি জেতননি। কিন্তু আশার কথা হল, এই চার হোল খেলে কোন বগির ফাঁদেও পড়েননি জামাল।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।