ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরের শুরুটা খুব বেশি ভাল করতে পারেননি দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। ১ নম্বর হোল দিয়ে দিনের খেলা শুরু করে প্রথম হোলেই বগি পেতে হয়েছিল তাঁকে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এশিয়ান ট্যুরের এই আসরের শুরুটা এভাবেই করলেন এই স্বনামধণ্য গলফার।
এর পর টানা তিনটি হোল পার নিয়ে কোন রকম নিজেকে বাঁচিয়ে পরের হোল অর্থাৎ পাঁচ নম্বরটিতে মেরে বসলেন বার্ডি। চার পারের এই হোলটি শেষ করলেন তিনটি পার খেলেই। ফলে কিছুটা আত্মবিশ্বাস ফিরলো তার মনে।
এমন আত্নবিশ্বাস নিয়ে ছয় নম্বর হোলটি খেলতে গিয়ে আবার বগির কবলে পড়লেন সিদ্দিকুর। এই হোলটি ছিল তিন পারের সেখানে তাকে খেলতে হয়েছে চারটি শট, ফলে আবার ব্যাকফুটে চলে গেলেন।
সেই ব্যাকফুটে যাওয়া ভঙ্গুর মানষিকতা নিয়ে কিছুটা কষ্টে থাকা সিদ্দিকুর, কিছুক্ষণ পরেই দেখালেন চমক। ৭ ও ৮ নম্বর হোল পারের সমান খেলে ৯, ১০ ও ১১ নম্বর হোলের চার পারের খেলা খেলতে গিয়ে তিনটি হোলই তিন পারে শেষ করে বেশ দাপটের সঙ্গেই খেলায় ফিরলেন।
এরপর ১২, ১৩ হোল পারের সমান খেলে ও ১৪ নম্বর হোল খেলতে গিয়ে আবার পড়লেন বগির ফাঁদে।
এরপর ১৫ নম্বর হোলে আবার বার্ডি ধরা দিল। চার পারের এই হোলটি তিন শট খেলে শেষ করে। ফলে প্রথম দিন শেষে লিডার বোর্ডের প্রথম তিনের মধ্যে থাকার স্বপ্নটি দেখা শুরু করে দিয়েছিলেন এই স্বাগতিক গলফার। কেননা, কখনও তার হাতে ছিল আরও ৩টি হোলের খেলা।
কিন্তু ১৬ নম্বর হোল তার সেই স্বপ্নটি পূরণ হতে দেয়নি। চার পারের এই হোলের খেলাটি তিন শটে খেলার সম্ভাবনা জাগলেও বলটি হোলের খুব কাছে গিয়েই একটু ঘুরে গেলে চার শট পর্যন্ত অপেক্ষা করত হয় সিদ্দিকুরকে।
১৭ নম্বর হোলে আরেকটি বার্ডি ও ১৮ নম্বর হোলে পারের সমান শট খেলে ১৪ নম্বরে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন সিদ্দিকুর।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস