ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোচের পদ থেকে বরখাস্ত ক্যানাভারো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
কোচের পদ থেকে বরখাস্ত ক্যানাভারো ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে সৌদি ক্লাব আল-নাসের। দায়িত্ব নেওয়ার চার মাস না যেতেই চাকরি হারিয়েছেন সাবেক এ কিংবদন্তি সেন্টার ব্যাক।



লিগ শিরোপা ধরের মিশনে পিছিয়ে যাওয়াতেই ক্যানাভারোকে অব্যাহতি দেয় সৌদি ক্লাবটি। গত বছরের অক্টোবরে উরুগুইয়ান জর্জ দা সিলভার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

তার আগে ২০১৪ সালের নভেম্বরে চাইনিজ সুপার লিগ চ্যাম্পিয়ন গুয়াংঝো এভারগ্রান্ডের কোচের দায়িত্বে ছিলেন ক্যানাভারো। কিন্তু, সেখানেও তিনি অপসারিত হন (গত বছরের জুনে)। তার জায়গায় দায়িত্ব নেন লুইস ফেলিপে স্কলারি।

লিগ শিরোপা ধরের রাখার লক্ষ্যেই ক্যানাভারোর হাতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব তুলে দিয়েছিল অাল-নাসের। কিন্তু, আস্থার প্রতিদান দিতে পুরোপুরিই ব্যর্থতার পরিচয় দেন তিনি। রীতিমত বাজে সময় পার করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সর্বশেষ (১১ ফেব্রুয়ারি) পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নাজরানের বিপক্ষে ৪-৩ গোলে হারের লজ্জায় ডোবে ক্যানাভারোর শিষ্যরা। বর্তমানে ১৬ ম্যাচ শেষে ২২ পয়েন্টে ছয় নম্বরে অবস্থান করছে আল-নাসের। চলতি বছর এখন পর্যন্ত তারা মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পায়। সমান ম্যাচে শীর্ষে থাকা আল হিলালের সংগ্রহ ৪০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।