ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিছিয়ে জামাল, জ্বলে উঠার চেষ্টায় সোহেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিছিয়ে জামাল, জ্বলে উঠার চেষ্টায় সোহেল ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেনের চতুর্থ রাউন্ডে এসে পিছিয়ে পড়েছেন দেশি গলফার জামাল হোসেন। সপ্তম স্থানে থেকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) চতুর্থ রাউন্ড শুরু করেন বাংলাদেশের এই গলফার।

চতুর্থ রাউন্ডের প্রথম হোলে বোগি পেলে ১৭ নম্বরে নেমে যান তিনি। তবে ষষ্ঠ হোলে বার্ডি পেয়ে ১২ নম্বরে উঠে আসেন এই গলফার।

অন্যদিকে সপ্তম স্থান অক্ষুন্ন রেখেছেন আরেক বাংলাদেশি গলফার সাখাওয়াত সোহেল। এক ধাপ পিছিয়ে আব্দুল মতিন রয়েছেন ১২তম স্থানে। ৪৭তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৩৯ এ উঠে এসেছেন সিদ্দিকুর রহমান।

বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল ১৯তম স্থান-যেটি পেয়েছিলেন সাখাওয়াত সোহেল। এবারও বাংলাদেশিদের মধ্যে সেরা পারফরমার হওয়ার পথেই রয়েছেন তিনি। শেষ অবধি সোহেল সপ্তম স্থান ধরে রাখতে পারলে বাংলাদেশের জন্য এটি হবে অনন্য কীর্তি।

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরে বিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার। এদের মধ্যে অ্যামেচার গলফার ছিলেন পাঁচজন।

গত বছরের ২৭-৩০ মে কুর্মিটোলো গলফ কোর্সে প্রথমবার অনুষ্ঠিত হয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার গড়াচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যার পর্দা নামবে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।