ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশিদের মাঝে শীর্ষে সোহেল, ৩৫তম সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
দেশিদের মাঝে শীর্ষে সোহেল, ৩৫তম সিদ্দিকুর শাখাওয়াত সোহেল, আব্দুল মতিন, জামাল হোসেন ও সিদ্দিকুর রহমান/ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: শেষ হলো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’ এর দ্বিতীয় আসরের মেগা ইভেন্ট। আর এশিয়ান ট্যুরের এই আসরে বাংলাদেশের গলফারদের মধ্যে শীর্ষে থেকে আসর শেষ করেন শাখাওয়াত সোহেল।

এবারের টুর্নামেন্টে ষষ্ঠ হয়েছেন তিনি।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় আসরে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের দিকেই ফোকাসটা একটু বেশি ছিল। কিন্তু, নিজের সেরা পারফর্ম দেখাতে ব্যর্থ হওয়ায় এবারের আসরটি স্বস্তি দেয়নি সিদ্দিকুরকে। দেশসেরা এই গলফার ৩৫তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। যৌথভাবে ৩৫তম স্থানে থাকতে তিনি পারের চেয়ে এক শট কম খেলেছেন।

মেগা এই ইভেন্টের তৃতীয় রাউন্ড শেষে ব্রুনাই ওপেন জয়ী সিদ্দিকুর ছিলেন ৪৭তম স্থানে (যৌথভাবে)। তবে, চতুর্থ দিন সিদ্দিকুর ৩টি বার্ডির দেখা পেলেও দু’টি বোগি করেন। তাতে কিছুটা উপরের দিকে উঠে আসেন তিনি।

এবারের আসরে বাংলাদেশ থেকে মোট ৩১ জন গলফার অংশ নেন। তবে, দ্বিতীয় রাউন্ড শেষে কাট পেয়েছিলেন বাংলাদেশের পাঁচ গলফার। বাকি ২৬ জনই কাট মিস করে বাদ পড়েন। সিদ্দিকুরের সঙ্গে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে খেলতে নামেন শাখাওয়াত হোসেন সোহেল, জামাল হোসেন, আবদুল মতিন ও মো: সাইয়ুম।

দেশি গলফারদের মধ্যে শীর্ষে থাকতে সোহেল পারের চেয়ে ১১ শট কম খেলেন। আর অষ্টমস্থানে থাকা জামাল পারের চেয়ে ১০ শট কম খেলেন। পারের চেয়ে আট শট কম খেলে আবদুল মতিন যৌথভাবে ১৪তম হয়েছেন। আরেক দেশি গলফার মোহাম্মদ সাইয়ুম পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৪৯তম স্থান দখল করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।