ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান দক্ষিণ এশিয়ান গেমসের আসরে বাংলাদেশ ফুটবল দল স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গঞ্জালো সানচেজ মোরেনোর শিষ্যরা ভারতের বিপক্ষে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে।



ফাইনালে উঠার হাতছানি নিয়ে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে, শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নিজেদের গত ম্যাচে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। অনুমিতই ছিল ফাইনালের টিকিট নিশ্চিত করতে স্বাগতিক ভারতের বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হবে হেমন্ত-রেজাউল-রায়হানদের। গত আসরে ঢাকায় এই ভারতকে সেমিফাইনালের ম্যাচে হারিয়ে ফাইনালে উঠে লাল-সবুজরা। শিরোপা জিততে হারায় আফগানিস্তানকে।

তবে, এবার আর শিরোপা ধরে রাখা হলো না বাংলাদেশের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ অথবা নেপাল। ১৫ ফেব্রুয়ারি এই দুটি দলের মধ্যে একটি দলের বিপক্ষে ফাইনালে নামবে ভারত।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।