ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লেভা-মুলারে জয়ের ধারায় ফিরলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
লেভা-মুলারে জয়ের ধারায় ফিরলো বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূণ্য ড্রয়ের হতাশা ভুলে বুন্দেসলিগায় আবারো জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ। মুলার-লেভানডফস্কির নৈপুণ্যে অগসবার্গের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ঘরে ফেরে বাভারিয়ানরা।



এর মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে আট পয়েন্টের লিড নিল বায়ার্ন। সমান ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বুরুশিয়া ডর্টমুন্ট। মৌসুম শেষ হতে কিন্তু আর ১৩টি করে ম্যাচ বাকি।

এসজিএল অ্যারেনায় জোড়া গোলের উল্লাসে মাতেন লেভানডফস্কি। এতেই চলতি মৌসুমে সব ধরনের প্রদিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যাটা ৩১-এ নিয়ে গেছেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচের ১৫ ও ৬২ মিনিটে তিনি গোল দু’টি করেন। প্রথমটিতে থমাস মুলার ও পরেরটির নেপথ্য নায়ক স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা।

নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে মুলার নিজেই গোলের খাতায় নাম লেখান। এর ছয় মিনিট পর স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বোবাদিলা। ম্যাচ শেষে তাই প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।