ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হোন্ডার নৈপুণ্যে মিলানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
হোন্ডার নৈপুণ্যে মিলানের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানিজ তারকা কেইসুকে হোন্ডার অসাধারণ নৈপুণ্যে সিরি আ’র ম্যাচে জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে ইতালিয়ান জায়ান্টদের খেলার সম্ভাবনাটাও টিকে থাকল।



সান সিরো স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় এসি মিলানকে লিড এনে দেন কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। সরাসরি অ্যাসিস্ট  না করলেও এর নেপথ্য কারিগরের ভূমিকায় থাকেন হোন্ডা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ত্রিশ গজ থেকে দূরপাল্লার বুলেট গতির শটে ভিজিটরদের জালে বল জড়ান ২৯ বছর বয়সী হোন্ডা। ইনজুরি সময়ে জেনোয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার আলেসিও চেরচি। ম্যাচ শেষে তাই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।

পয়েন্ট টেবিলে ২৫ ম্যাচ শেষে ১২ জয়, সাত ড্র ও ছয় পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে এসি মিলান। দুই পয়েন্টে এগিয়ে থেকে পাঁচে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। সমান ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৫৭ পয়েন্ট। দুই, তিন ও চারে যথাক্রমে নাপোলি (৫৬), ফিওরেন্তিনা (৪৯) ও রোমা (৪৭)। আর ২৫ পয়েন্টে ১৬ নম্বরে জেনোয়া।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।