ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেন্নাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় রাগবি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
চেন্নাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় রাগবি দল ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের চেন্নাইতে অনুষ্ঠিতব্য ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস-২০১৬’ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। তাদের ড্রেস স্পন্সর  করেছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।



এ বিষয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘আমরা ওয়ালটন গ্রুপ সবসময় চেষ্টা করি দেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে নিরলসভাবে কাজ করতে। রাগবি নিয়েও আমাদের অনেক পরিকল্পপনা আছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় রাগবি দলের খেলোয়াড়রা ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সঙ্গে খেলে তাদের শক্তিমত্তা যাচাই করবে এবং তাদের সামর্থ সম্পর্কে অবগত হবে। ভারতে যাওয়া প্রত্যেক খেলোয়াড় বাংলাদেশের এক একজন অ্যাম্বাসেডর। আশা করি তারা সেখানে বাংলাদেশকে আরও ভালোভাবে উপস্থাপন করবে। আমি বাংলাদেশ রাগবি দলের সর্বাঙ্গিন সাফল্য কামনা করি। ’

সংবাদ সম্মেলনে জানানো হয় ২০ ও ২১ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হবে ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস-২০১৬’ টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে ১৫ সদস্যের বাংলাদেশ দল অংশ নেবে। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে চাইনিজ তাইপে, ভারত, কাজাকিস্তান, লেবানন, সিরিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘পুল-সি’ তে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ২০ ফেব্রুয়ারি সকালে ও দুপুরে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।