ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আন্তর্জাতিক ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ-এসিপিবি ও অ্যাম্বাসি অব রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশের ব্যবস্থাপনায় গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ইলিগ্যান্ট চেস একাডেমিতে আন্তর্জাতিক ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেভির গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।



এ প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ছাড়াও গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মহিলা মাস্টারগন অংশ নেন। এছাড়াও ছিলেন রাশিয়া, জার্মানি ও নেদারল্যান্ডসসহ মোট ১১৪ জন দাঁবাড়ু।

প্রতিযোগিতাটির উদ্বোধন করেন অ্যাম্বাসি অব রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত অ্যালেক্সাজান্ডার নিকোলায়েভ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও ছিলেন প্রধান অতিথি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, ৠাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।