ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন রাজখালী প্রাথমিক বিদ্যালয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন রাজখালী প্রাথমিক বিদ্যালয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলার পেকুয়ার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারায় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।


 
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করলে  ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায়  টাইব্রেকারে গড়ায় জমজমাট ফাইনালটি।
 
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপর পৌঁনে দুইটায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে (২৫ মিনিট) গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেকুয়ার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক অমিত গোল করে লিড (১-০) এনে দেন। কিছুক্ষণ পরই দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক বিপুল হেমরণ গোল করে ম্যাচে সমতায় আনেন (১-১)।

একই মাঠে বিকেলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজশাহীর বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের ধোবউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে।

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে দুটি টুর্নামেন্টের পুরস্কার এক সঙ্গে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রাহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুটি এবার অনুষ্ঠিত হচ্ছে যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চমবারের মতো।

এ টুর্নামেন্ট দুটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩,৫০৯ এবং খেলোয়াড়ের সংখ্যা ১০,৭৯,৬৫৩।
 
উল্লেখ্য, টুর্নামেন্ট দুটির জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় গত ১০ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে। এই মাঠেই জাতীয় পর্যায়ের এ খেলা চলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।