ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ওয়ালটন বিচ টেনিস

সিনিয়র করেপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
শুরু হচ্ছে ওয়ালটন বিচ টেনিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ টেনিস ফেডারেশন ও কক্সবাজার টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ টুর্নামন্টে-২০১৬’। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।


 
জমজমাট এ টুর্নামেন্টটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রমনায় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার এফ.এম ইকবাল বিন আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর লুতফর রহমান ছান্টু প্রমুখ।
 
পুরুষ ও নারী এককে আটজন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে এ বিচ টেনিস টুর্নামেন্ট।  
 
টুর্নামেন্টে অংশ নিতে ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিযোগীরা ঢাকা ছাড়বেন।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এইচএল/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।