ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম লেগে রোমাকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
প্রথম লেগে রোমাকে হারালো রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান জায়ান্ট রোমাকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের শিষ্যরা।

দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোমাকে আতিথ্য দেবে রিয়াল।

রোমার ঘরের মাঠ স্তাদিয়ো অলিম্পিকোতে রিয়াল আতিথ্য নেয়। আর অতিথি দলটির হয়ে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো এবং জেসে রদ্রিগুয়েজ।

চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল দল রিয়ালের হয়ে কোচ হিসেবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছিল এ টুর্নামেন্টে অভিষেক ম্যাচ। রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন দলটির হয়ে প্রথম একাদশে মাঠে নামেন কেইলর নাভাস, কারভাহাল, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ, টনি ক্রুস, ইসকো, জেমস রদ্রিগেজ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে চলা দুই দলই প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায়। জিদানের শিষ্যরা চাপা আক্রমণ দিয়ে শুরু করলেও রোমার ডিফেন্স ভেদ করতে বারবার ব্যর্থ হয়।

বিরতির পর স্বাগতিকদের চমকে দিয়ে গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় দলকে গোল পাইয়ে দেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর অ্যাসিস্ট থেকে গোল করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

৬৬ মিনিটের মাথায় রোমার সালাহ দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন। তবে, রিয়াল গোলরক্ষক নাভাস সে যাত্রায় দলকে রক্ষা করেন। ৭৪ মিনিটে একটি গোলের সুযোগ নষ্ট করে রোমা। এরই মাঝে রিয়াল তারকা রদ্রিগেজ বল বাড়িয়ে দেন রোনালদোকে। লাফিয়ে উঠা বলে হেডও করেন পর্তুগিজ তারকা। তবে, গোলবারের উপর দিয়ে বল চলে যাওয়ায় নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পাওয়া হয়নি রোনালদোর।

ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে স্বাগতিকদের আরেকবার সমতায় ফেরানোর চেষ্টা করেন পেরোত্তি-জেকো। তারা না পারলেও আতিথ্য নেওয়া রিয়াল যেন নিজেদের দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যাচের ৮৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখাও পায় জিদান শিষ্যরা। লুকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন জেসে রদ্রিগুয়েজ। চার মিনিট আগেই জেমস রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামেন জেসে।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।