ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপে (দক্ষিণ ও মধ্য এশিয়া) বাংলাদেশের খুদে ফুটবলারদের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্র’তে বাংলাদেশের স্থান ‘এ’ গ্রুপে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভুটান, নেপাল, তাজিকিস্তান এবং কিরগিজস্তান।
আগামী ২৩ এপ্রিল লাল-সবুজের জার্সিধারী কিশোরী ফুটবলাররা শিরোপা ধরে রাখার মিশনে প্রথম মাঠে নামবে। খুদে ফুটবলারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভুটান। আর ২৪ এপ্রিল বাংলাদেশকে লড়তে হবে হিমালয় কন্যা নেপালের বিপক্ষে।
একদিন বিরতির পর ২৬ এপ্রিল তাজিকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। আর ২৭ এপ্রিল গ্রুপপর্বের শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলাররা।
গতবার বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। নেপালে অনুষ্ঠিত সে আসরে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ড্র করলেও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে উঠে খুদে ফুটবলাররা। সেমিতে ইরানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। তবে, নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে কাঠমান্ডুতে প্রথম দফায় ফাইনাল খেলা পরিত্যক্ত হয়ে যায়। পরে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার সেই নেপালকেই গ্রুপপর্বে পাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। ‘এ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে তাজিকিস্তানে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে এবারের আসরে খেলবে ৯টি দেশ। বাংলাদেশের গ্রুপে পাঁচটি দেশ থাকলেও ‘বি’ গ্রুপে রয়েছে চারটি দেশ। সেখানে লড়বে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইরান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর