ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোল্ডেন বুট জেতার দৌড়ে সুয়ারেজ-হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গোল্ডেন বুট জেতার দৌড়ে সুয়ারেজ-হিগুয়েইন ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেজ গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন। সর্বশেষ ম্যাচে তার স্পট কিকটি স্পোর্টিং গিজন গোলরক্ষক ফিরিয়ে দিলেও পরে ঠিকই গোল আদায় করে নেন।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কিছুটা ব্যবধানও গড়ে নিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার।

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ২৪টি গোল করে গোলস্কোরারের টপ চার্টের শীর্ষে সুয়ারেজ। এক ম্যাচ বেশি খেলা রোনালদো ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সুয়ারেজের দুই সতীর্থ মেসি-নেইমার অবশ্য পিছিয়েই আছেন। ২১ ম্যাচে ১৭ গোলে চারে নেইমার আর ১৫ গোলে (১৯ ম্যাচে) তালিকার ছয়ে লিওনেল মেসি। তিন নম্বরে রোনালদোর আক্রমণভাগের সঙ্গী করিম বেনজেমা (১৯ ম্যাচে ১৯)।

তাই বলা যায়, ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়ে ভালোই এগিয়ে যাচ্ছেন সুয়ারেজ। তবে সুয়ারেজের লাগাম টেনে ধরছেন গঞ্জালো হিগুয়েইন। নাপোলির হয়ে আর্জেন্টাইন তারকাও ২৪টি গোল করে ফেলেছেন। যদিও এক ম্যাচ বেশি খেলেছেন।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের হয়ে ফর্মের তুঙ্গে থাকা রবার্ট লেভানডফস্কিও মর্যাদাপূর্ণ এ পুরস্কার জেতার যোগ্য দাবিদার। ২০ ম্যাচ শেষে পোলিশ স্ট্রাইকার ২১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।

সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও কম যান না। ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে তিনিও ২০ ম্যাচে ২১টি গোল করেছেন। ইংলিশ লিগ কেউ নেই বললেই চলে। এ মৌসুমের চমক লিচেস্টার সিটির জেমি ভার্ডি ১৯টি গোল করলেও ম্যাচ খেলেছেন ২৬টি।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলস্কোরারকে ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয়। গতবার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। লিভারপুলে থাকা ‍অবস্থায় ২০১৩-১৪ মৌসুমে সিআর সেভেনের সঙ্গে তা ভাগাভাগি করেন সুয়ারেজ। এবার উরুগুইয়ান স্ট্রাইকারের সামনে গোল্ডেন বুট পুনরুদ্ধারের হাতছানি!

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।