ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শারাপোভার পর সেরেনাও ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শারাপোভার পর সেরেনাও ছিটকে গেলেন ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দু’টি টেনিস টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। অসুস্থতাজনিত কারণে কাতার ওপেন (২১ ফেব্রুয়ারি শুরু) থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন টেনিস কন্যা।



একই কারণে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপও মিস করছেন ৩৪ বছর বয়সী সেরেনা।   গত ১৫ ফেব্রুয়ারি এর পর্দা উঠে। শেষ হবে ২১ ফেব্রুয়ারি।

এর আগে মারিয়া শারাপোভাও কাতার ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। হাতের ইনজুরিতে ভুগছেন রাশিয়ান টেনিস সুন্দরী।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হেরে গত বছরকে বিদায় জানান সেরেনা। তাকে দুঃস্বপ্ন উপহার দেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। এরপর থেকেই তিনি কোর্টের বাইরে।

এক সাক্ষাৎকারে সেরেনা বলেন, ‘আমি ফ্লু (ভাইরাস) সমস্যা থেকে সেরে উঠেছি। তবে এখনো শতভাগ ফিট নই। পূর্ণ সুস্থ হতে আরো কিছুটা সময় দরকার। তাই আমার দোহায় (কাতার ওপেন) ফেরা হচ্ছে না। তবে শিগগিরই ভক্তদের সঙ্গে দেখা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।