ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেকর্ড গড়া মেসির নতুন উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
রেকর্ড গড়া মেসির নতুন উপহার ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির সম্মানে বেগুনি রঙের ‘ফিফা’ কার্ড তৈরি করেছে স্পোর্টস ভিডিও গেমস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। লা লিগায় তিনশ গোলের মাইলফলক স্পর্শ করায় বার্সেলোনা তারকাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।



প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় তিনশ গোল পূরণ করেন মেসি। আর্জেন্টাইন আইকনের অর্জনটাই ইএ স্পোর্টসকে এমন উদযাপনে উদ্বুদ্ধ করে।

মাইলফলক ছোঁয়া গোলের পর উদযাপনের অ্যানিমেশন ভিডিও আপলোড করে মেসিকে অভিনন্দন জানায় ইএ স্পোর্টস ফিফা। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ‍আরেক টুইটে তারা বেগুনি রঙের ‘ফিফা’ কার্ডের ছবি প্রকাশ করে। ক্যাপশনে লেখা হয়, ‘হিরো মেসি!! ৩০০+ লা লিগা গোল। আইটেমটা ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা (লন্ডনের সময়) পর্যন্ত থাকবে। ’

ফিফা আল্টিমেট টিম গেম মোডে এ কার্ডটি থাকবে। এর মাধ্যমে খেলোয়াড় কেনাবেচার পাশাপাশি নিলামের মাধ্যমে সেরা স্কোয়াড গড়া যাবে।

ভিডিও গেমসের মার্কেটপ্লেসে মেসির নতুন কার্ডটি পেতে পঞ্চাশ লাখ কয়েন খরচ করতে হবে। তার চেয়ে বরং জমিয়ে রাখাই ভালো!

আরেকটি কথা, চলতি বছর শেষেই মেসির সঙ্গে ইএ স্পোর্টসের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নে আগ্রহী নন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাই ফিফা গেমের পরবর্তী এডিশনের প্রচ্ছদে থাকছে না মেসির ছবি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।