ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসিতে সিমিওনের পরিবর্তে ইতালি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
চেলসিতে সিমিওনের পরিবর্তে ইতালি কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: দিয়েগো সিমিওনকে কোচের পদে ধরে রাখতে আত্মবিশ্বাসী অ্যাতলেতিকো মাদ্রিদ। তাই ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই ইতালি কোচের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে।

সেক্ষেত্রে, আগামী মৌসুমে চেলসির কোচ হওয়ার দৌড়ে সিমিওনকে ছাপিয়ে অ্যান্তোনিও কন্তে এখন অন্যতম ফেভারিট।

এর আগে গুজব রটে, অ্যাতলেতিকোকে নাকি ব্লুজদের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন সিমিওন। অনেকটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া হয়, গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এ আর্জেন্টাইন। কিন্তু, স্প্যানিশ জায়ান্টরাই যে সিমিওনকে ছাড়তে রাজি নয়।

গত বছরের ডিসেম্বরে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। এরপর দ্বিতীয় মেয়াদে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন গাস হিডিঙ্ক। এখন স্থায়ীভাবে যোগ্য কোচের সন্ধানে চেলসির মালিক রোমান আব্রামোভিচ।

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম জানায়, সাবেক জুভেন্টাস কোচ ও বর্তমান ইতালি কোচ অ্যান্তোনিও কন্তেই ইংলিশ লিগে পাড়ি জমানোর দৌড়ে এগিয়ে। ২০১৬ ইউরোর পরই এমনটি হতে পারে। ইতোমধ্যেই ক্লাব অফিসিয়ালদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানা যায়।

তবে সিমিওনও সম্ভাব্য প্রার্থী। চেলসিতে খেলা সাবেক অ্যাতলেতিকো তারকা থিবু কোর্তোয়া ও দিয়েগো কস্তাও ‍তাকে সমর্থন দিয়েছেন। কিন্তু যে, চেলসি থেকে যেকোনো ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে স্প্যানিশ জায়ান্টরাও প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।