ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অলিম্পিকে অজি অ্যাথলেটদের রুমে চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
অলিম্পিকে অজি অ্যাথলেটদের রুমে চুরি

ঢাকা: ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসছে এবারের অলিম্পিক আসর। নিরাপত্তা শঙ্কার সঙ্গে সেখানে চোখ রাঙ্গাচ্ছে জিকা ভাইরাস।

দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার মধ্যে কি করে এতোবড় আসর সম্পন্ন হবে সেটি নিয়েও থাকছে সংশয়।

আর এমন সব শঙ্কার মাঝে আসর শুরুর আগেই অস্ট্রেলিয়ান অ্যাথলেটদের মনে আরও বেশি ভয় ঢুকে গেল। অ্যাথলেট ভিলেজে তারা যে ভবনটিতে অবস্থান করছিলেন, সেই ভবনের নিচ তলায় আগুন লেগেছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে ব্রাজিল কর্তৃপক্ষ অজি অ্যাথলেটদের বাইরে বের করে আনেন।

আর সেই সুযোগে অজি অ্যাথলেটদের রুম থেকে ব্যবহৃত ল্যাপটপ খোয়া যায়। চোর শুধু ল্যাপটপ চুরিই করেনি, জিকা ভাইরাস থেকে বাঁচতে অ্যাথলেটদের জন্য তৈরি বিশেষ পোশাকও চুরি করে।

চুরির সময় অস্ট্রেলিয়া দলের এক সদস্য সেটা দেখেছিলেন ঠিকই, তবে তিনি চোরকে ভেবেছিলেন অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য। তিনি জানান, ‘আমি দেখলাম তিন-চার জন আমাদের দলের বিশেষ শার্টগুলো নিয়ে যাচ্ছে। তাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য ভেবে আমি বাধা দেইনি। পরে জানতে পারি তারাই আমাদের জিনিসপত্র চুরি করেছে। ’

অস্ট্রেলিয়া দলের ম্যানেজার কিটি চিলার জানান, ‘আমরা ভাবতেও পারিনি এমন কিছু হবে। আগুন লেগে যাওয়ায় আমরা ভীত ছিলাম। আর এতটাই শঙ্কিত ছিলাম যে দ্রুত সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে আসি। আমাদের সাইক্লিং অফিসিয়ালের ল্যাপটপ চুরি গেছে। পঞ্চম তলার একটি রুমে তিনি থাকতেন। আমাদের প্রযুক্তিগত ব্যবহার্য জিনিস এখানে সেখানে পড়ে ছিল। তবে, সেগুলো কিছুই খোয়া যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।