ঢাকা: আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ কাবাডির আসর। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে জানানো হয় এবারের আসরে ১২টি দল ভারতের মাটিতে অংশ নেবে।
এই আসরে বাংলাদেশ কাবাডি দলের সঙ্গে আরও অংশ নেবে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইরান, পোল্যান্ড, পাকিস্তান, কোরিয়া, জাপান এবং কেনিয়া। স্বাগতিক হিসেবে থাকছে ভারত।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যানেন্দ্র সিং জানান, পুরো বিশ্বে খুব দ্রুত কাবাডি খেলাকে ছড়িয়ে দিতে চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখে ভারতকে ২০১৬ সালের কাবাডি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। ধীরে ধীরে কাবাডি সেভাবে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে তাতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন খুশি।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট আরও জানান, ঘরোয়া ভাবে ভারতে প্রো-কাবাডির আসর বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই তাদের মাটিতেই এবারের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
পুরুষ বিভাগে এখন পর্যন্ত সাতবার আর নারী বিভাগে তিনবার বিশ্বকাপ কাডাবি অনুষ্ঠিত হয়। যেখানে পুরুষ বিভাগে সাতবারই ভারত চ্যাম্পিয়ন হয় আর নারী বিভাগের তিনবারই ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ পুরুষ বিভাগে সবশেষ ২০০৭ সালে তৃতীয়স্থান লাভ করেছিল। আর ২০০৪ সালের প্রথম বিশ্বকাপ আসরেও বাংলাদেশ তৃতীয় হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এমআরপি