ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুষ্টিয়ায় সেরা সাঁতারু বাছাইয়ে উত্তীর্ণ ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
কুষ্টিয়ায় সেরা সাঁতারু বাছাইয়ে উত্তীর্ণ ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কুষ্টিয়া জেলা পর্যায়ে বাছাইয়ে ২০ জন উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


 
এ সময় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদিন, কুষ্টিয়া চেম্বারের সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও সাঁতার উপ-পরিষদের সাধারণ সম্পাদক খোকন সিরাজুল ইসলাম প্রমুখ।
 
নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, বিগত দিনে কুষ্টিয়া থেকে অনেক ভালো সাঁতারু আমরা পেয়েছি। তারা দেশের বাইরে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করেছে।
 
প্রতিযোগিতায় ১১ থেকে ১২, ১৩ থেকে ১৪, ১৫ থেকে ১৭ এবং ১৮ তদুর্ধ্ব ৪টি গ্রুপে বয়সভিত্তিক ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২০ জন সেরা সাঁতারুকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।