ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন ওয়ানডে ও দুই টেস্ট

কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটবে না

ঢাকা: জঙ্গি-সন্ত্রাস বা অন্য কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ইংল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ক্রিকেট ম্যাচ বাংলাদেশে নির্বিঘ্নে পরিচালিত হবে।


 
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
 
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট  দল। ০৭ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরবে দলটি।

খেলা চলাকালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে সফরে এসেছেন ইসিবি’র প্রতিনিধিরা।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান উপদেষ্টা সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন, ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিট ল্যাথারডেন এবং ক্রিকেট পরিচালনা পর্ষদের পরিচালক জন কার বৈঠক করেন।
 
বৈঠকে আরো অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
 
বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা জানতে এসেছেন, বাংলাদেশে ম্যাচ হওয়ার পরিবেশ আছে কি-না’।
 
‘আমরা যেসব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, নির্বেঘ্নে ম্যাচ পরিচালনায় যেসব পদক্ষেপ নিয়েছি, তা জানিয়েছি। কি ধরনের পদক্ষেপ নিয়েছি, তা তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন’।
 
স্বরাষ্ট্র সচিব বলেন, ‘যেসব ব্যাপারে তাদের প্রশ্ন ছিল তা স্পষ্ট করেছি। তারা আমাদের গৃহীত ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। তারা যে সময় পযর্ন্ত বাংলাদেশে থাকবেন, সে সময় পর্যন্ত তাদের নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখবো’।
 
‘দেশে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলো যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আমরা সমস্ত ব্যবস্থা নেবো। প্রতিনিধিদলকে এ কথাও বলেছি, ইতোপুর্বে যেসব আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, সেগুলোতে যথার্থভাবে নিরাপত্ত ব্যবস্থা নিয়েছিলাম। সেগুলো কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন করা সম্ভব হয়েছিল’।
 
সচিব বলেন, ‘কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে হবে না। আমাদের দেশে জঙ্গি- সন্ত্রাস  বা অন্য কোনো ধরনের সন্ত্রাস এখানে স্পর্শ করবে না। শান্তিপূর্ণভাবে ইভেন্টগুলো সম্পন্ন করবো এবং আমাদের দেশের সম্মান আমরা অক্ষুন্ন রাখবো। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে’।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘তারা আমাদের কোনো ধরনের নেতিবাচব কথা বলেননি। বরং তারা আগ্রহ প্রকাশ করেছেন- খেলতে আসবেন’।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসএমএ/এমজেএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।