রাঙামাটি: তৃণমূল পর্যায়ে খো খো খেলার প্রচার-প্রসার ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী খো খো প্রশিক্ষণ কর্মসূচি।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় স্থানীয় মারী স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ খো খো ফেডারেশনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা।
প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি প্রীতম রায় হিরো।
এসময় খো খো ফেডারেশনের সমন্বয়ক এস এম হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কিংশুক চাকমা, খো খো প্রশিক্ষক কাজী এবি এম ইমরান, মোখলেছুর রহমান, খো খো উপ কমিটির সদস্য সচিব মো. মামুন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল কান্তি দে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। ২০ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
পিসি/