ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে অভিক সরকার ৭৬তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ভারতে অভিক সরকার ৭৬তম

ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জুনিয়র চ্যাম্পিয়ন চেসকিউয়ের অভিক সরকার ৭৬তম স্থান লাভ করেছেন। অভিক ১৩ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন।

 

রোববার (২১ আগস্ট) অনুষ্ঠিত ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলায় অভিক ভারতের রিটভিজ পারাবের কাছে হেরে যান।

বিশ্বের ৩৬টি দেশের ৮জন গ্র্যান্ড মাস্টার ও ১৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৮০জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ঝিয়াং জেফরি সাড়ে দশ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন।    

এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর খেলা সোমবার (২২ আগস্ট) থেকে দাবা কক্ষে শুরু হবে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন।

১৬ বছরের কম বয়সী বালক ও বালিকা এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।