ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উন্মুক্ত টেনিসের ফাইনালে অমল-দীপু-প্রিতি-পপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
উন্মুক্ত টেনিসের ফাইনালে অমল-দীপু-প্রিতি-পপি

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া ‘প্রথম উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট-২০১৬’ প্রতিযোগিতার পুরুষ এককের ফাইনালে উঠেছেন শ্রী অমল রায় ও দীপু লাল।
 
আর মহিলা এককের ফাইনালে উঠেছেন আফরানা ইসলাম প্রিতি ও পপি আক্তার।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এই প্রতিযোগিতা শেষ হবে।
 
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১০টা থেকে সরাসরি সম্প্রচার করবে এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি। আরও থাকবেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও এটিএন বাংলার উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি।
 
রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার পুরুষ এককের সেমিফাইনালে টপ সীড ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের শ্রী অমল রায় ৬-৪, ৬-১ গেমে  জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেনকে এবং নোভা নরডিক ফার্মার দীপু লাল ৬-২, ৬-৩ গেমে আমেরিকান ক্লাবের মিলন হোসেনকে পরাজিত করে ফাইনালে ওঠেন।
 
এদিকে, মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-৩, ৬-০ গেমে একই প্রতিষ্ঠানের ইতি আক্তারকে এবং বিকেএসপির পপি আক্তার ৬-৩, ৬-১ গেমে আনসার ভিডিপির আয়েশা সুলতানাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
 
বালক একক ১৮ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির ফারুক হোসেন ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের রুবেল হোসেনকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বালক একক ১৪ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির জুয়েল রানা ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির সৈকত শাহরিয়ারকে এবং বিকেএসপির ফরিদুর রেজা সাগর ৬-২, ৬-২ গেমে বিকেএসপির অর্নব সাহাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
 
উল্লেখ্য, এক লাখ ৪৮ হাজার টাকার প্রাইজমানির এই প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ক্লাব ও সংস্থাগুলো থেকে দুই শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন।
 
ইভেন্টগুলো হলো- (১) পুরুষ একক, (২) পুরুষ দ্বৈত, (৩) মহিলা একক,  (৪) বালক একক অনূর্ধ্ব-১৮, (৫) বালিকা একক অনূর্ধ্ব-১৮, (৬) বালক একক অনূর্ধ্ব-১৪, (৭) বালিকা একক অনূর্ধ্ব-১৪, (৮) বালক একক অনূর্ধ্ব-১২, (৯) বালিকা একক অনূর্ধ্ব-১২, (১০) বালক একক অনূর্ধ্ব-১০ (১১) বালিকা একক অনূর্ধ্ব-১০, (১২) বালক একক অনূর্ধ্ব-৮ ও (১৩) বালিকা একক অনূর্ধ্ব-৮।
 
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।