ঢাকা: রিও অলিম্পিক চলাকালীন সময়ে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করার দায়ে ১০ মাস নিষিদ্ধ হলেন ২০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ী আমেরিকান সাঁতারু রায়ান লোক্টি। আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না তিনি।
৩২ বছর বয়সী লোক্টির বাকি তিন সতীর্থ গাসার বেনটজ, জ্যাক কোঙ্গার ও জিমি ফেইজেনকে চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি।
গত আগস্টে লোক্টি অভিযোগ করে বলেছিলেন, কয়েকজন লোক তাকে ও তার তিন সতীর্থকে বন্দুক ঠেকিয়ে ছিনতাই করে। এরপর এক টিভি সাক্ষাৎকারে দাবি করেন, বন্দুকধারীদের শার্টে নাকি পুলিশের ব্যাজ ছিল। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে পুরো ব্যাপারটিই বানোয়াট।
নিজেদের অপকর্ম ঢাকতেই এমন অভিযোগ তুলে ধরেছিলেন মার্কিন সাঁতারুরা। রাতে পার্টি থেকে ফেরার পথে এক গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে মদ্যপ অবস্থায় চারজন মিলে সেখানকার একটি বাথরুম ভাঙচুর করেন। নিরাপত্তাকর্মীরা পুলিশে ধরিয়ে দিতে চাইলে ৫০ ডলার জরিমানা দিয়ে স্থান ত্যাগ করেন তারা। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর অবশ্য দেশে ফিরে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন লোক্টি। সে যাই হোক, শেষ পর্যন্ত সাময়িক নিষিদ্ধই হলেন লোক্টি ও তার সতীর্থরা।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম