ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লিজাদের জয়, ভালো করেনি জিয়া-রাজীবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
লিজাদের জয়, ভালো করেনি জিয়া-রাজীবরা ছবি: সংগৃহীত

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডের খেলায় মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৩-১ পয়েন্টে হংকংকে পরাজিত করেছে। তবে, ওপেন বিভাগে বাংলাদেশ দল ১.৫-২.৫ পয়েন্টে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায়।

নবম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ ৯ ম্যাচ পয়েন্ট ও ২১.৫ গেম পয়েন্ট এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ১০ ম্যাচ পয়েন্ট ও ২০.৫ গেম পয়েন্ট পেয়েছে।

নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২) ক্রোয়েশিয়ার গ্র্যান্ড মাস্টার পালাক ম্লেডেনকে (রেটিং-২৬২৩) করেন এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৪৩১) গ্র্যান্ড মাস্টার সারিক ইভানের (রেটিং-২৬৬৮) সাথে ড্র করেন। রাজীব ভাল অবস্থানে থাকলেও একই অবস্থান বোর্ডে তিনবার আসায় নিয়মানুযায়ী ড্র হয়ে যায়।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন (রেটিং-২৪১৩) ক্রোয়েশিয়ার গ্র্যান্ড মাস্টার স্টেভিক হরভোয়ের (রেটিং-২৬০৮) কাছে ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪৩৯) গ্র্যান্ড মাস্টার ব্রকিক এন্টির (রেটিং-২৫৮৪) কাছে হেরে যান।

এদিকে, মহিলা বিভাগের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা হংকংয়ের লু রাচেলকে (রেটিং-১৬৭১), আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৯৩) দেং জিং জিন ক্রিস্টালকে (রেটিং-১৬২৫) এবং মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৮৮৩) লি লক ইকে (রেটিং-১৪৯৭) পরাজিত করেন। শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) কানাপ্পান সিগাপ্পির (রেটিং-১৮৬৪) কাছে হেরে যান।  

দশম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল মোনাকোর সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল চেক রিপাবলিকের মহিলা দলের সাথে খেলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।