হবিগঞ্জ: হবিগঞ্জে তৃণমূল পর্যায়ে বাছাইকৃত হ্যান্ডবল খেলোয়াড়দের সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও হ্যান্ডবল ফেডারেশনের যৌথ উদ্যোগে রোববার (২৫ সেপ্টেম্বসর) দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জামাল হোসেন, আশিকুর রহমান খান, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
বাছাই কার্যক্রমে শতাধিক বালক ও বালিকার মধ্য থেকে ১৪ জন করে ২৮ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের ৬ দিনের আবাসিক প্রশিক্ষণ শেষে ঢাকায় নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বিএসকে/আরএ