ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নড়াইলের মেয়েদের হ্যাটট্রিক শিরোপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
নড়াইলের মেয়েদের হ্যাটট্রিক শিরোপা ছবি: শাকিল আহমেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার প্রথম আসরেই চমকে দিল নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। বালিকা দলগত, বালিকা একক সাব-জুনিয়র ও বালিকা একক জুনিয়র এই তিন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে মাতে নড়াইলের টেবিল টেনিসের মেয়েরা।

গেল ২০ অক্টোবর দলগত বিভাগে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের বিপক্ষে ৩-০ সেটে জয়ের পর শুক্রবার (২১ অক্টোবর) সাব জুনিয়রের ফাইনালে ‘তুশী’ কাফকো স্কুল চট্টগ্রামের ‘মনামীকে’ ৩-১ সেটে হারিয়েছেন।
 
আর বালিকা জুনিয়র এককের ফাইনালে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের ‘আফসানা’র বিপক্ষে ‘মৌ’ ৩-০ সেটে জয় পেলে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের খেতাব জেতে নড়াইল বালিকা উচ্চ বিদ্যালয়।

নড়াইলের পরেই চ্যাম্পিয়নের মুকুট দৌড়ে এগিয়ে বিকেএসপি ও ঢাকা প্রয়াস স্কুল।

বালক দলগত ও বালক সাব জুনিয়র এই দু্ই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি। আর ঢাকা প্রয়াস স্কুল চ্যাম্পিয়নের শেষ হাসি হেসেছে বালক ও বালিকা একক বিভাগে।

অন্যদিকে বালক একক-জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা স্কুল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।