ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঢাকায় শুরু হলো রকল্যান্ড সামার ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঢাকায় শুরু হলো রকল্যান্ড সামার ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকা: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রকল্যান্ড এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (অক্টোবর ২৫) বিকেলে ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হলো রকল্যান্ড সামার ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৬।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি মো. আমির হোসেন বাহার, মো. আলমগীর হোসেন, জাহিরুল ইসলাম স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম আজিজ জিলানী এবং অন্যান্য সদস্যরা।

এই প্রতিযোগিতায় পুরুষ এককে ১৯৫ জন, মহিলা এককে ২৫ জন, পুরুষ দ্বৈতে ১০৭টি দল ও মহিলা দ্বৈতে ১১টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম আজিজ জিলানী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।