নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে জেলা প্রশাসক জাকির হোসেন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
বালক গ্রুপে বিজয়ী স্কুল হলো- নীলফামারী সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলটি ৪-১ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালিকা গ্রুপে বিজয়ী স্কুল হলো- নীলফামারীর নতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলটি ৯-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সনাক সভাপতি সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বাংলানিউজকে জানান, জেলা পর্যায়ের টুর্নামেন্টে বালক দলে ছয়টি এবং বালিকা দলে ছয়টি দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি/আরএ