ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হলো বক্সিং কোচেস কোর্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
শুরু হলো বক্সিং কোচেস কোর্স ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও ওয়ালটন গ্রুপের সহায়তায় এবং বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (০৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে স্থানীয় কোচদের ১০দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ৬৪ জেলার কোচদের নিয়ে বৃহস্পতিবার পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এই আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেঃ জেনারেল শামসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবির প্রাক্তন মহাপরিচালক ও বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিজিবিএম, পিএসসি, জি।

উল্লেখ্য, এ বছরই জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বিভিন্ন ফেডারেশন তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালাচ্ছে। এ যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। চলতি বছরের ২৬ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলায় প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা করে বক্সিং ফেডারেশন।

কিন্তু যারা এদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে বড় মাপের বক্সার বানাবেন সেই কোচদেরও উন্নততর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই কার্যক্রমই এবার হাতে নিয়েছে অ্যামেচার বক্সিং ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।