ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্যটনের স্বার্থে গলফের উন্নয়ন প্রয়োজন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
পর্যটনের স্বার্থে গলফের উন্নয়ন প্রয়োজন

ঢাকা: পর্যটন আর গলফ একে অন্যের পরিপূরক। একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত।

তাই পর্যটনের স্বার্থে গলফের উন্নয়ন প্রয়োজন। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয় দেখভাল করলেও এর উন্নয়নে পর্যটন মন্ত্রণালয়ও কাজ করবে।  

শনিবার (০৫ নভেম্বর) পুরানা পল্টনের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।  

৭-১০ নভেম্বর ঢাকার কুর্মিটোলা মাঠে ‘প্যারাগন বিপিজিএ গলফ টুর্নামেন্ট’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।  

পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে গলফ খেলাকে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করছেন তাদের আরও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করতে হবে। এক্ষেত্রে পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যতদূর সম্ভব সহযোগিতা করে যাবে।  

‘বাংলাদেশে এখনও গলফ সেভাবে পরিচিতি পায়নি। এরপরও যারা আগ্রহী তাদের জন্যে সুযোগ সুবিধা করে দেওয়া উচিৎ। একই সঙ্গে পেশাদার গলফারদের আরও কিছু কোর্স বাড়াতে হবে। ’

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি আসিফ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) জিএম কামরুল ইসলামও বক্তব্য দেন।  

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কর্নেল মো. শহীদুল হক জানান, বাংলাদেশে ১১০ জন পেশাদার গলফার আছেন। তাদের নিয়ে ৭ ডিসেম্বর ১০ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।  

অনুষ্ঠানে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করায় গলফার সিদ্দিকুর রহমান, শাখাওয়াত হোসেন, জামাল হোসেন মোল্লাকে সম্মাননা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।