ঢাকা: বাংলাদেশের হয়ে ব্রাজিলের রিও অলিম্পিকে খেলা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান এবার ম্যানিলা মাস্টার্সের গলফ কোর্সে নাম লিখিয়েছেন। শুরুটা ভালোই করেছেন সিদ্দিকুর।
ফিলিপিন্সের ম্যানিলা সাউথউডস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যানিলা মাস্টার্সের গলফ কোর্সে সিদ্দিকুর চারটি বার্ডি করেন। কোনো বোগির ফাঁদে পড়তে হয়নি তাকে। পারের চেয়ে চার শট কম খেলে প্রথম রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
১০ লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই আসরে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন পাঁচ জন। শীর্ষে থাকাদের মধ্যে রয়েছেন থাইল্যান্ডের দানথাই বোনমা, ওয়ানাশ্রিচান, তাইপের লিন ওয়েন, আমেরিকার জোনস ভারমান এবং ভারতের জোত্যি রান্ধা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এমআরপি