ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডিআরইউ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মুশফিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ডিআরইউ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মুশফিকুর

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ’র আয়োজনে ‘মার্সেল-ডিআরইউ ব্যাডমিন্টন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুশফিকুর রহমান (স্পোর্টস লাইফ ২৪ ডটকম) ও রানার্স-আপ হয়েছেন জসিম উদ্দিন রানা (নয়া দিগন্ত)।

ঢাকা: ‘মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০১৬’ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা বৃহস্পতিবার (১০ নভেম্বর) পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ’র আয়োজনে ‘মার্সেল-ডিআরইউ ব্যাডমিন্টন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুশফিকুর রহমান (স্পোর্টস লাইফ ২৪ ডটকম) ও রানার্স-আপ হয়েছেন জসিম উদ্দিন রানা (নয়া দিগন্ত)।

বৃহস্পতিবার দুপুরে ফাইনালে মুশফিকুর ২-০ সেটে হারান জসিম উদ্দিন রানাকে।

এর আগে প্রথম সেমি-ফাইনালে মুশফিকুর রহমান ২-০ সেটে হারান জুনায়েদ শিশিরকে (নিউজ বাংলাদেশ) এবং দ্বিতীয় সেমি-ফাইনালে জসিম উদ্দিন রানা ২-০ সেটে সাঈদ শিপনকে (দ্য রিপোর্ট ২৪.কম) হারিয়েছেন।

তৃতীয় স্থান নির্ধারনী খেলায় জুনায়েদ শিশির সাঈদ শিপনকে হারিয়েছেন।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: গোলাম আজিজ জিলানী ও সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, জাতীয় কোচ ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কাজী হাসিবুর রহমান শাকিল। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দিন সাহাব।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।