ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিকেএসপিতে এন্টি-ডোপিং বিষয়ক কর্মশালা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বিকেএসপিতে এন্টি-ডোপিং বিষয়ক কর্মশালা ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হয়ে গেল এন্টি-ডোপিং সচেতনতা ও শিক্ষামূলক কর্মশালা। দিনব্যাপী এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।  

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হয়ে গেল এন্টি-ডোপিং সচেতনতা ও শিক্ষামূলক কর্মশালা। দিনব্যাপী এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

 

কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মো. ওমর ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘এন্টি-ডোপিং সচেতনতার মাধ্যমে আমরা জাতিকে একটি পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন উপহার দিতে চাই। বাংলাদেশে এ ধরনের কর্মশালা এবারই প্রথম, তাই খেলোয়াড় তৈরির সূতিদকাগার বলে চিহ্নিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেই শুরু হলো এ কর্মশালার সূচনা। ’

কর্মশালায় সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার, বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব গৌতম চন্দ্র পাল ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেডিকেল এন্ড এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. মো. শফিকুর রহমান।

এ সময় বিকেএসপি’র সকল প্রশিক্ষণার্থী, শিক্ষক ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের তিনটি ভেন্যূতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম ভেন্যূ হিসেবে বিকেএসপিতে এ কর্মশালা অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।