ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম বিভাগ দাবায় শীর্ষে হাসান মেমোরিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
প্রথম বিভাগ দাবায় শীর্ষে হাসান মেমোরিয়াল ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৬ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে হাসান মেমোরিয়াল চেস ক্লাব পূর্ণ ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৬ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে হাসান মেমোরিয়াল চেস ক্লাব পূর্ণ ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

একসেস চেস ক্লাব ও শেখ রাসেল চেস ক্লাব ৪ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

রোববার (২৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে অগ্রনী ব্যাংক দাবা দলকে, শেখ রাসেল চেস ক্লাব ৪-০০ পয়েন্টে মীর চেস ক্লাবকে এবং বসির মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করে।

এদিকে, হাসান মেমোরিয়াল চেসের আফজাল হোসেন সাচ্চু, মোঃ শওকত বিন ওসমান শাওন ও মোঃ শরীয়তউল্লাহ যথাক্রমে অগ্রনী ব্যাংকের মোঃ মনির হোসেন খান, মোহাম্মদ সিরাজুল কবীর ও মোঃ মুজিবুর রহমানকে কে পরাজিত করেন। হাসান মেমোরিয়ালের আনিচুজ্জামান জুয়েল অগ্রনী ব্যাংকের মোঃ আলমগীর হোসেনের সাথে ড্র করেন। শেখ রাসেল চেসের মোঃ আবজিদ রহমান, মোঃ মাসুম হোসেন ও শওকত হোসেন পল্লব যথাক্রমে মীর চেসের করীম এম, শাহিন, রেজাউল ইসলাম বাবু ও বাদল হালদারকে পরাজিত করেন।

শেখ রাসেলের মোঃ জামাল উদ্দিন মীর চেসের আমির হোসেনের বিরুদ্ধে ওয়াক ওভার পান। বসির মেমোরিয়ালের আমদাদুল কবীর চৌধুরী, মোঃ সেলিম, মোহাম্মদ আলমীর-২ ও সোহম দে যথাক্রমে ক্যাসপারভের মোহাম্মদ হাসান, আব্দুল্লাহ আল রাইসন, আয়ুস ভট্টাচার্য ও দিল মোহাম্মদকে পরাজিত করেন। দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ ২-২ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘের সাথে ড্র করে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।