ঢাকা: টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ভেতরের সৌন্দর্যমন্ডিত গলফ কোর্সে বুধবার (০৭ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬। ’ ঘাটাইল গলফ ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার এ বিষয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, ঘাটাইল গলফ ক্লাবের মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট আনিসুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে শতাধিক গলফার অংশ নেবেন। প্রতিযোগিতা হবে ১৮ ও ৯ হোলের। জুনিয়র, সাব-জুনিয়র, লেডি ও রেগুলার ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জুনিয়র ক্যাটাগরি ৪ হোল, সাব-জুনিয়র ক্যাটাগরি ৯ হোল, মহিলা ক্যাটাগরি ৯ হোল ও রেগুলার ক্যাটাগরির প্রতিযোগিতা ১৮ হোলে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি