ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোলবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
রোলবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবারের মতো রোলবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন চতুর্থ রোলবল বিশ্বকাপ। সাতদিনের এ আসরে অংশ নেবে ৩০টিরও বেশি দেশের প্রায় ৭৫০ জন খেলোয়াড়।

বৃহৎ এ ক্রীড়াযজ্ঞের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। দেশের রোলবল ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনকে সামনে রেখে পল্টন ময়দান সংলগ্ন স্থানে তৈরি হচ্ছে অত্যাধুনিক রোলার স্কেটিং কমপ্লেক্স।

যার ৮০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি বিশাল এ কমপ্লেক্সটি বুঝে পাবে রোলার স্কেটিং ফেডারেশন। ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামে এর নামকরণ করা হবে। রোলবল বিশ্বকাপের উদ্বোধনের আগে কমপ্লেক্সটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

...

এ কমপ্লেক্স ছাড়াও বিশ্বকাপের খেলা হবে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী নিজেই পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন।

প্রায় ৭৫০ জন বিদেশি খেলোয়াড়দের আবাসনে ব্যবহার করা হবে ঢাকার ক্রীড়াঙ্গনের ছয়টি ডরমেটরি। এগুলো হলো-মিরপুর ক্রীড়া পল্লী, মিরপুর সুইমিং কমপ্লেক্স, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি স্টেডিয়াম, শুটিং ফেডারেশন ও মেয়েদের জন্য সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স।

...

এজন্য কক্ষগুলোতে বসানো হচ্ছে খাট, ম্যাট্রেস, ফ্রিজ, টেলিভিশনহ আনুষাঙ্গিক জিনিশপত্র। থ্রি-স্টার মানের সুযোগ-সুবিধা থাকবে এখানে। রোলবল বিশ্বকাপ শেষে এ সংস্কারে উপকৃত হবে ওই ফেডারেশনের অধীনে থাকা খেলোয়াড়রা।

এ ব্যাপারে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান বাংলানিউজকে বলেন, ‘আমরা হিসেব করে দেখেছি, হোটেলে ৭৫০ জন খেলোয়াড় রাখতে গেলে প্রায় ১০ কোটি টাকা আবাসন খরচ। প্রতিটা ফেডারেশনের বছরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকে। হোটেলের  উপর নির্ভরশীল থাকতে হয়। আমাদের ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ (প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক) ভেবেছে দেশের স্পোর্টসের কথা।  পাঁচটি ফেডারেশন ও ক্রীড়াপল্লীতে থ্রি-স্টার গ্রেডের আবাসন করে দিয়েছে। সার্বিক স্পোর্টসের কথা ভেবে সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়েছে। টেকসই উন্নয়নে সরকার খুব জোর দিচ্ছে। স্পোর্টসেও তিনি সেটা প্রয়োগ করেছেন। স্পোর্টসের উন্নয়নে আগে কেউ এভাবে চিন্তা করেনি। ’

...

‘বিশ্বকাপ আয়োজন সুশৃঙ্ক্ষল করতে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ১২টি সাব কমিটির প্রধান করা হয়েছে একজন করে সচিবকে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। কিছুদিনের মধ্যেই টেলিভিশন সার্কুলার চলে যাবে। ঢাকার বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হবে। ’-যোগ করেন আহমেদ আসিফুল হাসান।

ভারতের পুনেতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে ৩২টি দেশের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে আরো ভালো ফলাফলের আশা করছেন আহমেদ আসিফুল, ‘আশা থাকবে এবার আরো ভালো কিছুর। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করছে দল। তিনজন কোচ ভারত থেকে আনা হয়েছে। হেড কোচ হিসেবে আছেন আশরাফুল আলম মাসুম। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet