ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এককের পর দলগত ইভেন্টেও বাংলাদেশের স্বর্ণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এককের পর দলগত ইভেন্টেও বাংলাদেশের স্বর্ণ এককের পর দলগত ইভেন্টেও বাংলাদেশের স্বর্ণ

আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্ট থেকে তিনটি স্বর্ণ জিতেছে বাংলাদেশের তীরন্দাজরা। হীরা মনির একক স্বর্ণ জয়ের পর আরও তিনবার স্বাগতিকদের মুখে হাসি ফোটে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার (৩০ জানুয়ারি) রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত ইভেন্টে ভুটানকে হারায় বাংলাদেশ। লাল-সবুজদের দলে ছিলেন রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম।

ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশের এই তিন তীরন্দাজ।

দলগত স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে রিকার্ভের মহিলা দলটি। দলগত ইভেন্টের ফাইনালে শ্যামলী, বিউটি ও শাপলা হারিয়েছে নেপালকে। তিন সতীর্থ মিলে ৬-২ সেট পয়েন্টে নেপালকে হারিয়ে দেয়।

এদিকে, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গড়া বাংলাদেশ দল মালয়েশিয়াকে হারায়। স্বর্ণ নিজেদের ঘরে রাখতে বাংলাদেশের তীরন্দাজরা জয় তুলে নেয় ২১৪-২০৭ স্কোরে।

সোমবার বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন হীরা মনি। মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে তিনি হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে। হীরা ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জিতলেন আজই। আর প্রথম পদকটিই স্বর্ণ।

দিনের অপর ইভেন্টে কম্পাউন্ড বোয়ে অবশ্য স্বর্ণ জিততে ব্যর্থ হন বাংলাদেশের আরেক প্রতিযোগী বন্যা আক্তার। ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন অল্প ব্যবধানে। বন্যার স্কোর ছিল ১৩৩। স্বর্ণ জয়ী ফাতিমার ১৩৫।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।